নামী দোকানের বিরিয়ানিতে কিলবিল করছে পোকা, হইচই শহর শিলিগুড়িতে

বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা! শিলিগুড়িতে একটি নামজাদা বিরিয়ানির দোকানের সামনে ক্রেতাদের ক্ষোভ আছড়ে পড়ল। ঘটনায় আটক ৫ জন। দোকানের বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা! এমন খবরে তীব্র চাঞ্চল্য শহরজুড়ে।

পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি নামজাদা বিরিয়ানির দোকানে অল্প দামেই বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি, এমনটাই বলেন স্থানীয়রা। দিনভর বিরিয়ানি খেতে ভীড় জমান শহরবাসী। আর সেই বিরিয়ানির দোকানের মাটন বিরিয়ানিতে মিলল পোকা।

জানা গেল, গত রাতে ১১টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মাটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে গিয়েছিলেন এক বাসিন্দা। ভেবেছিলেন সেই দিয়েই রাতের খাবার সারবেন। বেশ কিছু ক্ষণ খাওয়ার পর আচমকাই মাংসের মধ্যে সাদা সাদা পোকা কিলবিল করতে দেখা যায়, সেই দেখেই সঙ্গে সঙ্গে বমি করে ফেলেন তারা। অনেকেই অসুস্থও বোধ করেন।

সঙ্গে সঙ্গে সেই বিরিয়ানির প্যাকেটগুলো দোকানে নিয়ে আসলে দোকানদার বিষয়টি অস্বীকার করেন। আর সেই নিয়েই হল্লা শুরু। ঘটনা জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে। খবর যায় থানায়। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে প্রথমে সমস্থ বিষয় তদারকি করে দোকানের ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।

এমন ঘটনায় রীতিমতো অভিযোগের আঙ্গুল উঠছে পুরসভার দিকে। আগে খাওয়ার মান খতিয়ে দেখতে একাধিকবার পুরসভার খাদ্য দপ্তর উদ্যগ গ্রহন করা হলেও বর্তমানে এমন উদ্যোগ বিরল। তবে পুরসভার এমন গাফিলতিতেই কি বিরিয়ানি ব্যাবসায়ীদের এমন সাহস যোগাচ্ছে? তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এই নিয়ে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার ফোনে জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

About The Author