‘না শুলে পরীক্ষায় ফেল!’, উত্তরবঙ্গ মেডিকেলে ডাক্তারি ছাত্রীকে কুপ্রস্তাব, পড়ুয়াদের বিক্ষোভ

শিলিগুড়ি: ডাক্তারি ছাত্রীকে শারীরিক হেনস্তার অভিযোগ! উত্তরবঙ্গ মেডিকেলে ফের শিক্ষার্থী চিকিৎসকদের আন্দোলন, কর্মবিরতি! অ্যান্টি র‍্যাগিং কমিটিকে অভিযোগ জানিয়ে মিলছে পরীক্ষায় ফেল করানোর হুমকি! 

বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, পরীক্ষায় পাশ করতে হলে ডিপারটমেন্টের এক স্যার ছাত্রীদের শুতে বলছে তার সঙ্গে।

বুধবার এই নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের পিএমআর বিভাগে আন্দোলন চলল। সমস্ত রোগীদের এর ফলে ঘুরিয়ে দেওয়া হল ওই বিভাগ থেকে। জানা গেল, ফিজিক্যাল মেডিসিন এন্ড রেহ্যাবিলিটেশন বিভাগের এক ছাত্রীকে নিয়মিত শ্লীলতাহানি করা হচ্ছে। এই ঘটনায় মূল অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক ফিজিওথেরাপিস্টের বিরুদ্ধে। ঘটনা নিয়ে আগে পুলিশে অভিযোগ দায়ের হয়েছিল। এন্টি রেগিং কমিটিকে গোটা বিষয়ে জানানো হয়েছিল। কিন্তু কোন লাভ না হওয়াতে অবশেষে হাতে পোস্টার ব্যানার নিয়ে বিক্ষোভে সামিল হল ছাত্র-ছাত্রীরা। 

তবে পিএমআর বিভাগের প্রধান ডাক্তার পার্থ প্রতিম পান বলেন, তিনি বিষয়টি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। সোমবারও বিভাগের পুরুষ এবং মহিলাদের পৃথক ফিজিওথেরাপি হলে পরিষেবা দেওয়ার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়। আজ আবার তিনি ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করবেন বলে জানান। কিন্তু আজ সকাল থেকে দফায় দফায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে।

About The Author