ভোটের আগেই ভোট গ্রহণ শুরু রাজগঞ্জে

জলপাইগুড়ি: ভোটের আগেই ভোট গ্রহণ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটদানের নির্দিষ্ট দিনের আগেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোট শুরু হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন এবং বয়স্ক নাগরিকদের যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছিলেন তাদের ভোটদান প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বুধবার থেকে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ শুরু হল এই প্রক্রিয়ায় ভোটদান। বাড়িতে বসেই ভোট দিচ্ছেন প্রবীন-বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা। ভোট কর্মীরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর সামনেই ভোট নিচ্ছেন।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রে মোট ১ হাজার ২৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এই প্রক্রিয়ায় ভোট নেওয়া হবে আগামী ১১ এপ্রিল, রবিবার পর্যন্ত। নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে ভোটারদের বাড়িতে গিয়ে ভোট নেয়া হচ্ছে। এই সংক্রান্ত নানা রকম উপকরণ আজ রাজগঞ্জ বিডিও অফিস থেকে ভোট কর্মীদের হাতে তুলে দেওয়া হল এদিন।