দিলীপের গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৬, জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চাইল কমিশন

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কনভয়ে বুধবার হামলা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলার ঘটনার পর শীতলকুচি বিধানসভার বিভিন্ন এলাকায় রাতভর তল্লাশি চালানো হয়। কোচবিহার জেলার শীতলকুচিতে দিলীপের গাড়িতে হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন থানায় বিক্ষোভ করার কর্মসূচি নিয়েছে বিজেপি। বিজেপি-র দাবি, আরও অনেকেই এই ঘটনার সঙ্গে যুক্ত। তাঁদেরও গ্রেপ্তার করতে হবে। সংবাদ সূত্রে খবর, এই ঘটনায় কোচবিহার জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।

ঘটনার দিন, শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠে সভা ছিল দিলীপের। সেখান থেকে ফেরার পথে দিলীপের কনভয় লক্ষ্য করে ইট-পাথর, এমনকি বোমাও ছোড়া হয় বলেও অভিযোগ। দিলীপের গাড়ি ছাড়া কনভয়ে থাকা অন্য গাড়ি ভাঙচুর করা হয়। এই হামলার জেরে দিলীপের গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে। চোটও পান দিলীপ ঘোষ। ঘটনার জন্য তৃণমূলকেই দায়ী করেছেন দিলীপ। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। ঘটনার পর থেকেই টুইট করে ক্ষোভ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ।

https://twitter.com/DilipGhoshBJP/status/1379799165153148935