টিকা নিলেই মিলবে সোনা! গুজরাত সরকারের আজব কৌশল

করোনার টিকা নিলেই পুরস্কার হিসেবে দেওয়া হবে সোনা। গুজরাত প্রশাসনের এমন প্রস্তাবে আলোচনা বিভিন্ন মহলে। জানা গিয়েছে, রাজ্যবাসীকে টিকা নিতে উৎসাহ দেওয়ার জন্য এই অভিনব পন্থা নিয়েছে গুজরাত সরকার।  এনিয়ে সোনা ব্যবসায়ীর সঙ্গে হাত মিলিয়েছে ওই রাজ্য প্রশাসন। সরকারি প্রস্তাব অনুযায়ী, যাঁরা টিকাকরণ শিবিরে গিয়ে টিকা নেবেন তাঁদের সোনা দেওয়া হবে। মহিলাদের জন্য নাকছাবি এবং পুরুষদের জন্য থাকছে ‘হ্যান্ড ব্লেন্ডার’।

দেশে টিকাকরণ শুরু হলেও টিকা দেওয়া নিয়ে জনসাধারণের মধ্যে উৎসাহের কমতি রয়েছে অনেকটাই। অনেকের মধ্যেই উল্টে একটা আতঙ্ক কাজ করছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারগুলিও টিকা নিয়ে সচেতনতা প্রচার চালাচ্ছে। টিকা নিতে উৎসাহ বাড়াতে নানা পদক্ষেপ করছে। তেমনই গুজরাত সরকারও সচেতনতা প্রচার চালাচ্ছে। তবে রাজ্যবাসী যাতে আরও বেশি সংখ্যায় টিকা নিতে আসেন, তার জন্য সোনা দেওয়ার মত লোভনীয় প্রস্তাবও এনেছে রাজ্যবাসীর কাছে।