মন্ত্রীর এলাকাতেই ভুয়ো আধার কার্ডের দোকান, জাল সই-সিল, গ্রেপ্তার ১

মন্ত্রীর এলাকাতেই আধার কার্ডের ভুয়ো এনরোলমেন্ট সেন্টার। সেই দোকানে আবার এলাকার বিধায়ক তথা মন্ত্রীর সই ও সিল জাল করার অভিযোগ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার লোধন এলাকার ঘটনা। সেই এলাকার বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানি।

ইসলামপুর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি দোকানে দীর্ঘদিন ধরে এই জাল কারবার চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে দোকানে তল্লাশী চালিয়ে বিনা লাইসেন্সে জাল আধার কার্ড তৈরির প্রচুর সামগ্রী আটক করে পুলিশ। এলাকার তৃনমুল বিধায়ক তথা রাজ্য মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানীর জাল সই ও সিল ব্যবহার করা বেশকিছু তথ্য উদ্ধার হয়। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত দোকান মালিক শাহজাহানকে গ্রেফতার করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

এই বিষয়ে মন্ত্রী গোলাম রব্বানীকে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। পুলিশ ধৃতকে আজ ইসলামপুর আদালতে পেশ করেছে। ধৃতকে জিজ্ঞাসা বাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে ৭ দিনের জন্য পুলিশ হেফাজতের আর্জি জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।