রাজগঞ্জের আমবাড়িতে নাবালিকা ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম শংকর মণ্ডল। গত মঙ্গলবার রাজা হালদার(২৬) নামে অন্য এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ১৬ বছরের এক নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শংকর নামে এক বিবাহিত যুবক একাধিকবার ধর্ষণ করে। যার ফলে ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে পরিবারের অভিযোগ। মেয়েটি তার তাকে বিয়ে করতে বললে শংকর এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তার এক বন্ধু রাজাকে নিয়ে এসে মেয়েটির পরিবারের লোকের অনুপস্থিতিতে ধর্ষণ করে। ওই যুবক।
মঙ্গলবার নাবালিকার পরিবারের তরফে ওই দুই যুবকের নামে আমবাড়ি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাজাকে গ্রেপ্তার করেছে আগেই। মূল অভিযুক্ত শংকরকে ধরতে জাল পাতে পুলিশ। অবশেষে গ্রেপ্তার হল মুল অভিযুক্ত। শুক্রবার তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে।