মাত্র ১৩ বছর বয়সেই এই কিশোরকে কোটিপতি বানাল আইপিএল। এই কিশোরের নাম বৈভব সূর্যবংশী। ইতিমধ্যেই এক বছরে ৪৯টি সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট দুনিয়াকে বিস্মিত করেছে এই বিস্ময় বালক। এবারের আইপিএল-এর নিলামে বেস প্রাইজ ৩০ লক্ষ টাকা থেকে দর উঠল এক কোটি ১০-এ। এই বিস্ময় বালককে দলে টেনে নিয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএল এর ইতিহাসে এই প্রথম বিস্ময়কর কান্ড।
বয়স মাত্র ১৩ বছর। গতমাসেই অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৫৮ বলের সেঞ্চুরি করা ভারতের এই বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর নাম ছিল আইপিএলএর নিলামের তালিকায়। সোমবার নিলামের দ্বিতীয় দিনে বৈভব সূর্যবংশীকে বেস প্রাইস ৩০ লক্ষ টাকায় রাখতে চেয়েছিল রাজস্থান রয়েলস। এরপর দর কষাকষি শুরু হয় দিল্লি ক্যাপিটালস-এর সঙ্গে। দর পৌঁছে যায় এক কোটি টাকার ওপরে। তখনই পিছিয়ে আসে দিল্লি ক্যাপিটালস এবং এক কোটি দশ লক্ষ টাকায় দলে টেনে রাখল রাজস্থান।
মাত্র ১৩ বছর বয়সী বৈভবের ব্যাটিং প্রতিভা ইতিমধ্যেই মুগ্ধ করেছে ক্রিকেট বিশ্বকে। যদিও তাকে দেখে মনে হতেই পারে, তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার অথচ তার বয়সে অনেক তরুণদের এই ধরনের সাফল্য পাওয়া ভীষণ কঠিন।