ইদে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে সম্প্রীতি বজায় রাখার বার্তা মোদীর।
এক্সে (সাবেক টুইটার) মোদী লিখেছেন, ‘ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। এই উৎসব আমাদের সমাজে আশা, সম্প্রীতি এবং দয়ার চেতনা বৃদ্ধি করুক। আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আনন্দ এবং সাফল্য বয়ে আসুক। ঈদ মোবারক!
Greetings on Eid-ul-Fitr.
May this festival enhance the spirit of hope, harmony and kindness in our society. May there be joy and success in all your endeavours.
Eid Mubarak!
— Narendra Modi (@narendramodi) March 31, 2025
বাংলাজুড়ে পালিত হচ্ছে খুশির ইদ
সব জায়গার পাশাপাশি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ইদগা ময়দান, মালদার সুজাপুর নয়মৌজা ইদগাহে উপচে পড়ল ভিড়। সোমবার সকালে সেই ছবিই ফুটে উঠল মালদায়। প্রতি বছরের মতো এবারও এই ইদগাহ ময়দানে ইদের নমাজ আদায় করলেন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম।নমাজ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। জেলা পুলিশের একাধিক আধিকারিককের উপস্থিতিতে সকলে মিলে সুষ্ঠুভাবে নমাজ পড়েন। প্রতি বছরের মতো এবারও প্রবল উৎসাহ-উন্মাদনা সহকারে মালদায় পালিত হচ্ছে পবিত্র ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদ।
অন্যদিকে, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ঈদের নামাজ পাঠে উপচে পড়ল ভিড়। নামাজ পাঠে সামিল হলেন মেয়র গৌতম দেবও। এক মাস রোজা শেষে সর্বত্রই খুশির জোয়ার। শিলিগুড়িতেও কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে ঈদ উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয়। ভিড় করেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। শিলিগুড়ির মেয়র গৌতম দেবও সকল ইসলাম ধর্মের ভাইবোনদের ঈদের শুভেচ্ছা বার্তা দেন।
আরেকদিকে, জলপাইগুড়ির রাজগঞ্জেও খুশির ইদের ছবিটা ধরা পড়ল। রাজগঞ্জের অন্যতম, প্রায় ২০০ বছরের পুরনো বলদয়াপুকুর ইদগাহ ময়দানে হাজার হাজার মানুষের ভিড় উপচে পড়ল নামাজ পাঠের জন্য। এলাকার সাহি ইমাম নজ্রুল ইসলাম জানালেন, এলাকার নটি মসজিদের জামাতের সবাই ছিলেন। এর পাশাপাশি, আশেপাশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রান মুসলিমরা ইদের নামাজ পাঠে এই ইদ্গাহে সামিল হন।