নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ রাজগঞ্জে

রাজগঞ্জ: দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ গ্রামবাসীদের। শিকারপুর গ্রাম পঞ্চায়েতের পাতিলা ভাষা বুথের কালারবাড়ি এলাকায় তালমা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, তালমা নদীর ধারেই তাদের বাড়ি। নদীর চর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভিটেমাটি সরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এইনিয়ে গত ১৯ জানুয়ারি রাজগঞ্জ ব্লক বিএলএলআরও রূপক চন্দ্র ভাওয়ালকে লিখিত অভিযোগ জানান কয়েকজন গ্রামবাসী। অভিযোগকারী উদয়ন ঘোষ, মন্টু রায়রা বলেন, কালারবাড়ি সংলগ্ন তালমা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। আবাদ জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ। উত্তোলনকারীদের মধ্যে রয়েছেন দ্বিগবিজয় সেন মজুমদার এবং রঞ্জিত ওঁরাও। তাদের কাজকর্মে আতঙ্কিত হয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজগঞ্জের বিএলআরওকে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। এই বিষয়ে বিএলএলআরও রূপক চন্দ্র ভাওয়াল বলেন, অভিযোগ পত্র তিনি হাতে পেয়েছেন। শীঘ্রই এর বিরুদ্ধে অভিযান চালানো হবে। এসম্পর্কে অভিযুক্ত দ্বিগবিজয় সেন মজুমদার বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। নদী সংলগ্ন জমিতে তার বাবার সময় থেকেই চাষাবাদ হচ্ছে। সেই জমিতে নদীর জলে ভেসে আসা বালু জমির ওপর জমা হয়। সেই বালুকে সরিয়ে আবার চাষাবাদ করতে হয়। ইতিপূর্বে রয়ালটি দিয়ে বালু উত্তোলন করেছেন তিনি। পুনরায় রয়ালটির জন্য বিএলএলআরও’কে আবেদন জানিয়েছেন তিনি।