ভ্যাকসিন পেয়ে হনুমানজির ছবি টুইট ব্রাজিলের রাষ্ট্রপতির, মোদিকে জানালেন ধন্যবাদ

ডেস্ক: ভারতে তৈরি হওয়া কোভিডের ভ্যাকসিন পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনোরো। করোনার ভ্যাকসিন ভারত থেকে ব্রাজিল রওনা দেওয়ার পর ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনোরোকে একটি ট্যুইট করেন। ওই ট্যুইটে উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে হনুমানজির ছবি শেয়ার করেছেন। উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এরজন্য অশেষ ধন্যবাদ জানান। ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনোরোকে ট্যুইট করে লেখেন, ‘নমস্কার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিল এই করোনা মহামারির সময় আপনার মতো মহান বন্ধুকে পাশে পেয়ে সন্মানিত মনে করছে। করোনার ভ্যাকসিনকে ভারত থেকে ব্রাজিলে পাঠানোর জন্য ধন্যবাদ।’ লেখা শেষে হিন্দিতে আলাদা করে ধন্যবাদও লেখেন তিনি। শুক্রবার সকালে ভারত থেকে কোভিশিল্ডের ২০ লক্ষ ডোজ নিয়ে বিমান মুম্বাই বিমান বন্দর থেকে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেয়। ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল, মায়নমার ও সেশেলসে কোভিডের টিকা পৌঁছে দিয়েছে ভারত। ভারতের পাঠানো ভ্যাকসিন পেয়ে ব্রাজিলে নতুন আশার আলো দেখছেন দেশটির প্রশাসন।