রাজগঞ্জে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রাজগঞ্জের সন্ন্যাসিকাটা অঞ্চলের সদ্রাগছ গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। জানা গিয়েছে, মৃতের নাম সিফেন রায়(২৬)। এলাকায় তাঁর ডাকনাম ছিল সঞ্জিৎ। মাত্র দেড় মাস আগেই বিয়ে হয়েছিল যুবকের। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, মানসিক অবসাদের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে আনুমানিক ১০টা নাগাদ রোজকার মত শিলিগুড়ি থেকে কাজ সেরে বাড়ি ফেরে সিফেন। এরপর ঘরে ঢুকেই গলায় ফাঁস লাগায় ওই যুবক। পরে বাড়ির লোক দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রাজগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার সকালে দেহ পাঠানো হবে মর্গে।

সিফেনের বাড়িতে রয়েছেন তাঁর মা, বাবা এবং তাঁর স্ত্রী। মৃত যুবকের বাবার নাম কালকূট রায়। কয়েক বছর আগে কালকূট বাবুর বড় ছেলে অসুখে মারা যান। সেই হিসেবে পরিবারে একমাত্র রোজগেরে ছেলে ছিলেন সিফেন। আত্মীয়রা মনে করছেন, মানসিক অবসাদের জেরেই এই ঘটনা। কর্মক্ষেত্রে কোনওরকম সমস্যা ছিল কি না সে বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে। ক’দিন আগেই ওই গ্রামেই পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। আজকের এমন ঘটনায় আবারও শোকের ছায়া গ্রামে।

About The Author