করোনাবিধি ভঙ্গ করায় বৌভাতের অনুষ্ঠান থেকেই গ্রেপ্তার হলেন বর! বৌভাতের অনুষ্ঠানে ২০ জনের বদলে আমন্ত্রণ করা হয়েছিল ১০০ জনকে। পুলিশকে আসতে দেখেই ছুট লাগালেন অনেকে। অনুষ্ঠান মঞ্চ থেকেই গ্রেফতার করা হল বর ও তাঁর বাবাকে। শনিবার রাতে জলন্ধরের একটি মন্দিরে আয়োজন করা হয়েছিল বৌভাতের অনুষ্ঠান।
ওই রাজ্যের নির্দেশিকা অনুযায়ী, ২০ জন উপস্থিত থাকার কথা থাকলেও দেখা যায়, সেখানে ১০০ জনেরও বেশি আমন্ত্রিত উপস্থিত রয়েছে। এরপরই জলন্ধর পুলিশের তরফে বর ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়। পুলিশকে আসতে দেখেই অনুষ্ঠান ছেড়ে পালান অনেকে। যদিও বরের সাফাই, এতজনকে আমন্ত্রণই জানানো হয়নি। এত সংখ্যক লোক কোথা থেকে চলে এসেছিল, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।