কোচবিহার: ভোট আবহে উত্তপ্ত কোচবিহার। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যবসায়ী যুবকের। ঘটনাক্রমে একইদিনে জনসভা ছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। সেখানে এদিন দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় এক ব্যবসায়ীর৷ কোচবিহার শহরের ৪ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় শহরজুড়ে। মৃত ব্যবসায়ীর নাম প্রশান্ত সাহা। ঘটনায় উত্তেজনা শহরে। স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। অবরোধ তুলতে কড়া পদক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কাঁদানেগ্যাসের সেল ফাটিয়েছে পুলিশ।
কোচবিহার শহরেই প্রশান্তের সোনার দোকান ছিল। অনান্য দিনের মতো বৃহস্পতিবার সকালে নিজের দোকানেই বসে ছিলেন প্রশান্ত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইকে দুই যুবক তাঁর দোকানের সামনে এসে দাঁড়ায়। হেলমেট ও মুখে মাস্ক থাকায় দু’জনের কারোরই মুখ দেখতে পাননি স্থানীয়রা। এমনকি প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, বাইকে ছিল না কোনও নম্বর প্লেটও। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আতর্কিতে বাইক থেকে প্রশান্তকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা। তিনটি গুলিই প্রশান্তের গায়ে লাগে। ঘটনায় স্তম্ভিত হয়ে যান অনান্য দোকানিরা।
স্থানীয় সুত্রে খবর, প্রশান্ত এলাকায় নিরীহ ছেলে বলেই পরিচিত ছিলেন। কারুর সঙ্গে আগে কোনওদিনও ঝামেলায় জড়িয়ে পড়তে দেখা যায়নি তাঁকে। শান্ত স্বভাবের প্রশান্তের জীবনযাপনও ছিল ছিমছাম। সকলের সঙ্গেই ভদ্র আচরণই করতেন প্রশান্ত। তাঁর এই পরিণতিতে রীতিমতো অবাক সকলেই। কারাই বা প্রশান্তকে লক্ষ্য করে গুলি চালাল, তার পিছনে কী উদ্দেশ্য থাকতে পারে, কোনও সূত্রই খুঁজে পাচ্ছেন না পরিবারের সদস্যরা।