অগ্নিকান্ডের জেরে ভস্মীভূত হল রাজগঞ্জ সাহুডাঙ্গি এলাকার একটি বাড়ি। মঙ্গলবার সকালে রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সাহুডাঙ্গি এলাকায় ওই বাড়িটিতে আগুন লাগে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছানোর আগেই বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
জানা গিয়েছে, ওই বাড়িতে পিতা-পুত্র দুই জন বাস করতেন। এদিন সকালে তারা কাজে বেরিয়ে যান। বেলা ১১টা নাগাদ বাড়িটিতে আগুন লাগে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফুলবাড়ি থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাড়িটি পুড়ে যায়।
পরিবারের সদস্যরাও পৌঁছে যান। বাড়ির মালিক তুষ্ঠামোহন রায় বলেন, ঘরে থাকা প্রয়োজনীয় নথিপত্র সহ যাবতীয় জিনিস পুড়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধান শশীচন্দ্র বর্মন বলেন, মনে হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিটে আগুন লেগেছে। পঞ্চায়েতের তরফে পরিবারটিকে ত্রাণ দেওয়া হবে।