উত্তরবঙ্গের ৫৪টি আসনে বিজেপি ৩০, তৃণমূল ২৩ এবং অন্যান্য ১

উত্তরবঙ্গের ৮ জেলার মোট ৫৪টি আসনের মধ্যে ২৩টি আসনে জয় পেল তৃণমূল। এদিকে গোটা রাজ্যের হিসেবে উত্তরবঙ্গে সর্বাধিক আসন পেয়েছে বিজেপি।

উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ৩০টি আসনেই জয় পেয়েছে বিজেপি। উত্তরবঙ্গে তৃণমূল পেয়েছে মোট ২৩টি আসন এবং নির্দল ১টি। এর মধ্যে উল্লেখযোগ্য আলিপুরদুয়ার এবং দার্জিলিং। এই দুই জেলার সবকটিতেই জয় পেয়েছে বিজেপি। কালিম্পঙে জয় পেয়েছেন নির্দল প্রার্থী রুদেন লেপচা। শিলিগুড়ি বিধানসভায় জয়ী বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ।

কোচবিহার জেলার ৯টি আসনের মধ্যে মাত্র ২টি পেয়েছে তৃণমূল। দিনহাটায় জয় পেয়েছে বিজেপির নিশিথ প্রামানিক। যদিও ব্যবধান নগন্য। মাত্র ৬৯টি ভোটে পিছিয়ে গেলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। অন্যদিকে নাটাবাড়ি বিধানসভায় পরাজিত হয়েছেন রবীন্দ্রনাথ ঘোষ।

উত্তর দিনাজপুর জেলার ৯টি আসনে মাত্র দু’টি নিজেদের দখলে নিয়েছে বিজেপি। বাকি ৭টি’তেই তৃণমূল জয়লাভ করেছে। চোপড়া বিধানসভায় জয়ী তৃণমূল প্রার্থী হামিদুল রহমান।

মালদা জেলার ১২টি আসনের মধ্যে ৪টিতে বিজেপি এবং বাকি ৮টিতেই জয় পেয়েছে তৃণমূল। মালদায় গুলিবিদ্ধ বিজেপি প্রার্থী গোপাল সাহা জয়লাভ করেছেন।

জলপাইগুড়ি জেলায় রাজগঞ্জ এবং জলপাইগুড়ি সদর বিধানসভা বাদে সব কটিতেই জয় পেয়েছে বিজেপি। জলপাইগুড়ি সদরে জয়ী প্রদিপ কুমার বর্মা। রাজগঞ্জ বিধানসভায় জয় পেয়েছেন খগেশ্বর রায়। মাল বিধানসভায় জয়ী তৃণমূলের বুলুচিক বরাইক।

রাজ্যজুড়ে মোট ৭৭টি আসনে জয়লাভ করেছে বিজেপি। সেই হিসেবে ইসবার দু’শো পেরনোর স্বপ্ন অধরাই রয়ে গেল বঙ্গ বিজেপির।