ভোটের টুকরো খবর: ডোমজুড়ে হেরে গেলেন দলত্যাগী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাও পুরনো দলের কাছেই। প্রায় ৩০ হাজার ভোটে পরাজিত হলেন তৃণমূল প্রার্থী কল্যাণেন্দু ঘোষের কাছে। একসময়ের তৃণমূল থেকে জেতা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়াটাই ছিল বিজেপির সবথেকে বড় চমক। দল ছাড়ার পর তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। ২০১৬ সালে একলক্ষেরও বেশি ভোটে তৃণমূলের টিকিটে জিতেছিলেন তিনি। কিন্তু এবার আর কোনও ম্যজিক চলল না।
উত্তরবঙ্গের আটটি জেলার ফলাফল:
কোচবিহার ৯ ৷ তৃণমূল ২ ৷ বিজেপি ৭
আলিপুরদুয়ার ৫ ৷ তৃণমূল ০ ৷ বিজেপি ৫
জলপাইগুড়ি ৭ ৷ তৃণমূল ৩ ৷ বিজেপি ৪
দার্জিলিং ৫ ৷ তৃণমূল ০ ৷ বিজেপি ৫
উত্তর দিনাজপুর ৯ ৷ তৃণমূল ৭ ৷ বিজেপি ২
দক্ষিন দিনাজপুর ৬ ৷ তৃণমূল ৩ ৷ বিজেপি ৩
মালদা ১২ ৷ তৃণমূল ৮ ৷ বিজেপি ৪
কালিম্পং ১ ৷ অন্যান্য ১