উত্তর দিনাজপুরে ৯টির ৭টিতেই তৃণমূল, চোপড়ায় জয়ী হামিদুল রহমান

উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী হামিদুল রহমান। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শাহিন আখতারকে তিনি ৬৪ হাজার ৯০৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। হামিদুলের প্রাপ্ত ভোট ১ লক্ষ ২৪ হাজার ৩৩৩। বিজেপি প্রার্থী শাহিন আখতার পেয়েছেন ৫৯ হাজার ৯০৮ ভোট। এলাকার উন্নয়নের লক্ষ্যে সাধারণ মানুষ মন খুলে ভোট দিয়েছেন বলে হামিদুল রহমান মন্তব্য করেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী শাহিন আখতার জানান, পরাজয় তিনি মাথা পেতে নিচ্ছেন।

উত্তরবঙ্গের আটটি জেলার ফলাফল:

কোচবিহার ৯             ৷ তৃণমূল ২ ৷ বিজেপি ৭

আলিপুরদুয়ার ৫       ৷ তৃণমূল ০ ৷ বিজেপি ৫

জলপাইগুড়ি ৭          ৷ তৃণমূল ২ ৷ বিজেপি ৫

দার্জিলিং ৫               ৷ তৃণমূল ০ ৷ বিজেপি ৫

উত্তর দিনাজপুর ৯    ৷ তৃণমূল ৭ ৷ বিজেপি ২

দক্ষিন দিনাজপুর ৬ ৷ তৃণমূল ৩ ৷ বিজেপি ৩

মালদা ১২                ৷ তৃণমূল ৮ ৷ বিজেপি ৪

কালিম্পং ১             ৷ অন্যান্য ১

About The Author