বৃষ্টির মধ্যেই ঠেলে নিয়ে যাওয়া হল রোগীকে, ছাতা ধরার লোক নেই!

বৃষ্টির মধ্যেই রাস্তা দিয়ে শেড ছাড়াই নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। শনিবার কলকাতায় এনআরএসের এমনই চিত্র উঠে এল। যা ঘিরে শুরু হয়েছে প্রবল বিতর্ক। দেখা গিয়েছে, নিজেদের মাথায় ছাতা থাকলেও, রোগীর মাথায় ছাতা দেওয়ার কোনওরকম চেষ্টাই স্বাস্থ্যকর্মীরা করেননি।

বাইরে অঝোরে বৃষ্টি হয়ে চলেছে, তার মধ্যেই রোগীর বিন্দুমাত্র তোয়াক্কা না করে চাকা লাগানো বেডে শুইয়ে তাঁকে নিয়ে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। যারা রোগীর শয্যা ঠেলে নিয়ে যাচ্ছেন তাদের একজনের মাথায় অবশ্য ছাতা রয়েছে। তবুও রোগীর মাথার ওপর কোন আড়াল জুটলো না, ছাতা তো দূর অস্ত। তাই ফলস্বরূপ বৃষ্টিতে ভিজে চুপচুপে অবস্থা রোগীর। এভাবেই সরকারি মেডিক্যাল কলেজ থেকে রোগীকে নিয়ে যাওয়া হল পাশের স্টুডেন্ট হেলথ হোমে। শনিবার বারবেলায় রোগীর প্রতি এমনই চরম অবহেলা এবং অনিয়মের ছবির সাক্ষী থাকলো নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতাল।

About The Author