একই সময় ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দুই প্রান্ত

ঝাড়খণ্ড ও কর্ণাটক:  একইসঙ্গে জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দুই রাজ্যের দুই শহর । কর্ণাটকের হাম্পি এবং ঝাড়খণ্ডের জামশেদপুর । শুক্রবার সকাল ৬:৫৫ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের জামশেদপুরে প্রথম কম্পন অনুভূত হয় । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭ । ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি । তবে সাত সকালে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে । বাড়ির বাইরে বেড়িয়ে আসেন অনেকে । অন্যটিতে কেঁপে ওঠে কর্ণাটকের হাম্পি । হাম্পিতেও সকাল ৬.৫৫ মিনিটে কম্পন অনুভব করেন স্থানীয় বাসিন্দারা । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কর্ণাটকের হাম্পিতে হওয়া কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ ।

প্রসঙ্গত, বারেবারে হাল্কা কম্পন অনুভূত হচ্ছে রাজধানী দিল্লি ও তার আশপাশের এলাকায় ৷ এবার বিশালাকার ভূমিকম্প হতে পারে বলেই আশঙ্কা করছেন ভূবিজ্ঞানীরা ৷ তাঁদের মতে বারেবারে যে কেঁপে উঠছে দিল্লি, তা সম্ভবত বড় কোনও ধাক্কার ইঙ্গিত ৷ এপ্রিল মাসের ১২ তারিখ থেকে ২৯ মে পর্যন্ত এমন ১০টি কম্পন অনুভূত হয়েছে দিল্লিতে ৷ তার থেকেই এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ৷