বিদেশী তবলিগি জামাত সদস্যদের ১০ বছরের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা

নয়াদিল্লি: সংখ্যালঘু ধর্মীয় সংগঠন তবলিগি জামাতের ২৫৫০ জন বিদেশি সদস্যদের আগামী ১০ বছরের জন্য ভারতে প্রবেশে ‘ব্ল্যাকলিস্টেড’ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ১০ বছরের জন্য তাঁরা অন্তত এ দেশে আর ঢুকতে পারবেন না বলে জানিয়েছে কেন্দ্র ৷ গত ২৮ মে জামাতের ৫৪১ জন বিদেশি সদস্যের বিরুদ্ধে ১২ পাতার চার্জশিট পেশ করে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ।

বৃহস্পতিবারই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মৌলানা সাদ, তাঁর ছেলে-সহ অনেকের উপরেই স্বরাষ্ট্রমন্ত্রকের নজর রয়েছে। এদের বিরুদ্ধে লকডাউন ভাঙার অভিযোগ রয়েছে। দিল্লিতে তবলিগি জামাতে হেডকোয়ার্টার নিজামুদ্দিন মার্কাজে এক বিশেষ সভায় তাঁরা যোগ দিয়েছিলেন। সেই ধর্মীয় জমায়েত নিয়ে অনেক বিতর্কও সৃষ্টি হয় দেশজুড়ে ৷ এই কারণে তবলিগি জামাতের ২৫৫০ জন বিদেশি সদস্যকে আগামী ১০ বছরের জন্য ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় সরকার ৷ এই সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা অনেকেই ভারতের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় স্থানে বেআইনি ভাবে থাকছিলেন ৷

ওই সভা থেকে একের পর এক করোনা আক্রান্তের হদিশ মেলে। এরপরই কেন্দ্রীয় সরকারের নজরে চলে আসেন তাঁরা। ব্ল্যাকলিস্টে থাকা সদস্যদের মধ্যে রয়েছেন চারজন মার্কিন নাগরিক, ন’জন ব্রিটিশ ও ছয় চিনা নাগরিকও। বিদেশ থেকে আসা সদস্যরা প্রত্যেকেই ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিলেন বলে জানা গিয়েছে ৷