বাংলাদেশে লকডাউন: গুজব রুখতে গিয়ে গুলিবিদ্ধ ৩, মৃত ১

ঢাকা: ক্রমবর্ধমান করোনার কারণে বাংলাদেশে নতুন করে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে পূর্ণ লকডাউন। বিক্ষোভ করছেন ছোট ব্যবসায়ীদের একাংশ। লকডাউনের বিধিনিষেধ আরোপ করতে গেলে থানায় হামলা চালায় লকডাউনের বিরোধকারিরা। বাংলাদেশের ফরিদপুর জেলার সালথা অঞ্চলে এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ৩ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় সালথায় হঠাৎই গুজব ছড়ায়। পূর্ণ লকডাউনের ঘোষণার পর এমনিতেই খুশি ছিলেন না জনসাধারণের একাংশ। বিশেষ করে ছোট ব্যবসায়ীরা এই ঘোষণার পরই জানিয়েছিলেন, স্বাস্থ্যবিধি মেনে তাঁদের ব্যবসা চালু রাখার অনুমতি দেওয়া হোক। এই দাবি নিয়ে ঢাকা শহরে একটি প্রতিবাদ সমাবেশেরও আয়োজন করেন তাঁরা। এর মধ্যে সালথায় করোনার গুজব ছড়িয়ে পড়ার পরেই জনতার মধ্যে বিক্ষোভ শুরু হয়। করোনায় জারি হওয়া লকডাউনের বিধিনিষেধ না মানায় পুলিশ হাতে জখম হয়েছেন ১ ব্যক্তি। লকডাউনের বিরোধ করতে গিয়ে এই ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে দেশ। থানা ও সরকারি অফিসে ঢিল ছুঁড়ে বিক্ষোভ শুরু করেন বাংলাদেশের জনগন। সেখানেই পুলিশের গুলিতে আহত হয়েছেন ৩ জন।