টিকিট না পেলে ছাড়তেন রাজনীতি, মমতাকে জানিয়ে টিকিট পেলেন চিরঞ্জিত

​কলকাতা: একুশের নির্বাচনে টিকিট না পেলে রাজনীতি ছেড়ে দেবেন। ফিরে যাবেন তাঁর পুরোনো পেশায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনই জানিয়েছিন টলিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এতেই কাজ হল। রাজনীতিতে ধরে রাখতে এবং দলবদলের ভয়েই তাঁকে টিকিট দিলেন মুখ্যমন্ত্রী। এমনই আশঙ্কা বিরোধীদের। কদিন আগেই চিরঞ্জিত জানিয়েছিলেন, টিকিট না পেলে তিনি রাজনীতিতে আর থাকবেন না। যদিও সেসময় দলবদলের জল্পনায় জল ঢেলেছিলেন। তিনি রাজনীতির লোক নন, তাই দল বদলে বিশ্বাসী নন। চিরঞ্জিতের এমন ফোন পেয়ে তাঁর কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কাজ হয়েছে, এবারের বিধানসভা নির্বাচনে বারাসত কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করতে নামছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। শুক্রবার দুপুরে প্রার্থী তালিকা ঘোষণার সময় বারাসত কেন্দ্রে চিরঞ্জিতের নাম ঘোষণা করা হয়। মানুষের কাজে তাঁকে বেছে নেওয়ার জন্য নেত্রীকে ধন্যবাদও জানান চিরঞ্জিত। সেইসঙ্গে টলিপাড়া থেকে একঝাঁক নতুন মুখ তৃণমূলের হয়ে টিকিট পেয়েছেন।

https://www.facebook.com/RNFRajganj/videos/1190806288021081