রাজগঞ্জ: বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার রাজগঞ্জের আমবাড়ি বেলাকোবা রাজ্য সড়কে বাগডোগরা মোড় এলাকায় রাত ৯টায় দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম অজিত রায় ও উদ্ধব রায়। দু’জনেরই বাড়ি স্থানীয় বানিয়াপাড়ায়।
জানা গিয়েছে, ওই দুই যুবক একটি বাইকে চড়ে বেলাকোবা থেকে বানিয়াপাড়ায় বাড়ি ফিরছিলেন। স্থানীয় সূত্রে খবর, বাগডোগরা মোড়ের কাছে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ।
এরপর রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় এক ব্যক্তি জানান, ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃত যুবক অজিত রায়ের দুই সন্তান রয়েছে। তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়; তাঁদের মৃত্যুতে কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে পরিবারগুলি। বোনের বাড়ি থেকে ফেরার পথেই এই বিপত্তি।