করোনা আক্রান্ত বলিউডের গোবিন্দা

মুম্বই: করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেতা গোবিন্দা। ৫৭ বর্ষীয় এই অভিনেতার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। এই মুহূর্তে তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন। রবিবার অভিনেতার স্ত্রী সুনিতা আহুজা জানান, ‘রবিবার সকালে করোনার সংক্রমণ ধরা পড়েছে। করোনার লক্ষণগুলি একেবারে হালকা। সেরকম চিন্তার কিছু নেই। তিনি বাড়িতেই কোয়ারান্টিনে রয়েছেন এবং সাবধানতা অবলম্বন করছেন।’

গোবিন্দা পত্নী সুনিতা আহুজা অনুরোধ করেছেন, সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁরা সকলে যেন সতর্কতামূলক ব্যবস্থা নেন এবং পরীক্ষা করিয়ে নেন। গোবিন্দা অনুরাগী সকলেই প্রার্থনা ও শুভেচ্ছা কামনা করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য, আজ সকালেই বলিউড তারকা অক্ষয় কুমারের করোনা আক্রান্তের খবর মিলেছিল।

 

About The Author