ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত

শিলিগুড়ি: ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। রাত ৮ টা বেজে ৪৯ মিনিটে ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে উত্তর ভারতের বেশ কিছু অংশ। বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা মালদা, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি প্রভৃতি এলাকায় এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলা থেকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৪।

প্রাথমিকভাবে খবর মিলেছে, রিখটার স্কেলে ৫.৪ তীব্রতার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল গ্যাংটক ছেকে ২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে। বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীনের কিছু অংশ থেকে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন বিকেলে নিউজিল্যান্ডের গিসবর্নেও রিখটার স্কেলে ৬.০ তীব্রতার একটি ভূমিকম্প হয়েছিল। ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি।