প্রতি পরিবারে অন্তত একজনকে চাকরি দেবে BJP সরকার, ইস্তাহারে দাবি অমিতের

কলকাতা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইস্তাহার প্রকাশ করল বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত দিয়ে বিজেপির ইস্তাহার ‘সোনার বাংলা সঙ্কল্প পত্র’ প্রকাশিত হল। গরিব চাষিদের ছেলে মেয়েকে বিনা পয়সায় পড়াশুনা করাবে বিজেপি সরকার। নার্সারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের পুরো পড়াশোনা নিখরচায় করাবে বিজেপি সরকার। মহিলাদের জন্য পরিবহনে কোনও শুল্ক নেওয়া হবে না। ক্ষমতায় এলে পরিবারের অন্তত একজনকে চাকরি দেওয়া হবে। প্রতি কৃষককে বছরের ১০ হাজার টাকা করে দেওয়া হবে। বিধবা পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়ের নামে শিল্প-সাহিত্য পুরস্কার দেওয়া হবে। খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রতিবছর খেলমহোৎসব আয়োজন করবে সরকার।

সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ করা হবে। কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় কৃষকদের ৩ বছরে প্রাপ্য ১৮ হাজার টাকা দেওয়া হবে। এমএ পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে, আশ্বাস বিজেপি-র। পরিবহণেও মহিলাদের সম্পূর্ণ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি। ১৮ বছর বয়সের পরে বিয়ে হলেই ওই শ্রেণির পরিবারের মহিলাদের জন্য ১ লাখ টাকার ফিক্সড ডিপোজিট। রাজ্য পুলিশে ৯টি মহিলা ব্যাটেলিয়ন তৈরির আশ্বাস। রাজ্য রিজার্ভ পুলিশ বাহিনীতে ৩টি মহিলা ব্যাটালিয়ন। প্রতিটি থানায় মহিলাদের জন্য আলাদা হেল্প ডেস্ক, দায়িত্বে মহিলারাই।‘আত্মনির্ভর মহিলা’ প্রকল্পের আওতায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।