জীববৈচিত্র্য দিবস উপলক্ষে বৃক্ষরোপণ রাজগঞ্জে

  • রাজগঞ্জ ২২ মেঃ আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস সেই উপলক্ষে বৃক্ষরোপণ করা হলো রাজগঞ্জে। শুক্রবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের মালিভিটায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে আজ মালিভিটা অঙ্গনওয়াড়ি সেন্টারে বিভিন্ন ধরনের গাছ মিলিয়ে প্রায় শতাধীক বৃক্ষরোপণ করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ও রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়।এব্যাপারে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় বলেন, রাজ্যে সরকারের পক্ষ থেকে বৃক্ষরোপণ নানা কর্মসূচী করা হয়েছে। আজ জীববৈচিত্র্য দিবস উপলক্ষে রাজগঞ্জের মালিভিটায় গাছ লাগানো হলো এবং আগামীতে এই কর্মসূচী চলবে।

    উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষা রূপালী দে, শিকারপুর অঞ্চলের প্রধান রঞ্জিতা রায় প্রমুখ।

About The Author