আমফান: রাজ্যকে এক হাজার কোটি টাকার সাহায্য ঘোষণা মোদির

কলকাতা: আমফান পরিস্থিতি মোকাবিলায় এক হাজার কোটি টাকার প্রাথমিক সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃত ব্যাক্তিদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকার সাহায্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভারত সরকার সবরকম সাহায্যের জন্য পশ্চিমবঙ্গের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, পশ্চিমবঙ্গের এই বিপর্যয়ে রাজ্য সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে কেন্দ্র।

About The Author