তৃণমূলের ফল আগের মত হবে না, বিমলের মন্তব্যে অস্বস্তি ঘাসফুলে

শিলিগুড়ি: বিমল গুরুং একদিকে বলেছেন বিজেপি ৭০ থেকে ৮০টির বেশি আসন পাবে না, অন্যদিকে তিনি বলছেন তৃণমূলের ফলও আগের মতে হবে না, তবে তারা ক্ষমতায় ফিরবে। দাবি করেছেন বিমল গুরুং। গোর্খা জনমুক্তি মোর্চার নেতার এমন মন্তব্যে বেজায় অস্বস্তিতে ঘাসফুল শিবির। ভোটের মুখে এভাবে ঘাসফুল শিবিরের অবস্থা নিয়ে মন্তব্যে বেজায় অখুশি তৃণমূল শিবির। বিমল গুরুং দাবি করেছেন, তিনি রাজ্যে বিজেপির একজন সাংসদ তৈরি করে দিয়েছিলেন। তারপর সেখান থেকেই আজ তাদের সাংসদ সংখ্যা ১৮। তিনি দাবি করেছেন, সামনের নির্বাচনে বিজেপি রাজ্যে ৭০ থেকে ৮০ টির বেশি আসন পাবে না। তবে বিজেপিকে নিশানা করলেন, গুরুং-এর কাছের লোকেরাই বলছেন, প্রায় ১২ বছর বিজেপি সমর্থন করায় মোর্চার সমর্থকদের একটা বড় অংশ বিজেপি ঘেঁষা হয়ে গিয়েছে। ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের চা-বাগান এলাকায় নিজেদের প্রভাব দেখিয়েছে বিজেপি। এরপর রাজ্য রাজনীতির অনেক কিছুই পরিবর্তন হয়েছে। ইউএপিএতে মামলা করা শাসক দল, বিমল গুরুংকে তাদের দিতে টেনে নিয়েছে। প্রতিদান স্বরূপ চা-বাগান এলাকায় তৃণমূলের হয়ে প্রচার চালাচ্ছেন বিমল গুরুং। তবে এরই মধ্যে বেফাঁস মন্তব্য করে ঘাসফুল শিবিরকেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন তিনি। সূত্র