রাজগঞ্জ: বসত জমির পাট্টা তুলে দিলেন মন্ত্রী গৌতম দেব। সোমবার আনুষ্ঠানিকভাবে রাজগঞ্জের ফুলবাড়ির ১৩১টি পরিবারকে ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পর্যাটন মন্ত্রী গৌতম দেবের উদ্যোগে ভুমি ও ভূমি রাজস্ব দপ্তরের সহযোগিতা নিঃশুল্ক পাট্টা পরিবারগুলির হাতে পাট্টা তুলে দেওয়া হল। এ বিষয়ে গৌতম দেব বলেন,আজ আমার বিধানসভার তিনটি অঞ্চলে পাট্টা দেওয়া হলো। সে মতো ফুলবাড়ি ২নং অঞ্চলের ১৩১ জনকে নিশুল্ক পাট্টা তুলে দেওয়া হলো। আগামীতে তারা যাতে বাড়ি বানাতে পারে সেজন্য বাংলা আবাসা যোজনার মাধ্যেমে ঘর বানানো সহযোগিতা করা হবে। উপস্থিত ছিলেন, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্নিমা রায়,জলপাইগুড়ি জেলা পরিষদের শিক্ষা কর্মাদক্ষ দেবাশীষ প্রামাণিক, ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীলিপ রায় সহ অনেকে।