কার্যত লকডাউন নিয়ে নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যে কার্যত লকডাউনে খুচরো দোকানকে আংশিক ছাড় দেওয়া হল। সংশোধিত ঘোষণা অনুযায়ী, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে খুচরো দোকান বাজার। মুখ্যমন্ত্রী বলেন, যেহেতু শাড়ি ও গয়নার দোকান খোলা রয়েছে তাই লকডাউনে কিছুটা ছাড় দেওয়া হবে রিটেইল মার্কেটগুলিকে। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে একথা জানালেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, করোনা বিধি বজায় রেখে এবং মাস্ক পরে নির্মাণ কাজ করা যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে নির্মাণ কর্মীদের টিকাকরণের ব্যবস্থা করে নির্মাণের কাজে লাগানো যেতে পারে। তথ্য প্রযুক্তির অফিসগুলিতে ১০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালাতে হবে।