কার্যত লকডাউনে আরও একটু ছাড় মিলল ব্যবসায়ীদের। এখন থেকে শর্ত সাপেক্ষে খোলা রাখা যাবে হোটেল রেস্তরাও। বিকেল ৫টা থেকে সন্ধ্যে ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে বণিকসভার বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, কোভিড বিধি মেনে রেস্তোরাঁ চালানো যেতে পারে। তবে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যেতে পারে রেস্তোরাঁ। ১২ টা ৩টে পর্যন্ত খুচরো বিক্রির দোকান খোলার ব্যবস্থা ছিল। সেই সময়সীমা বাড়িয়ে ১২টা থেকে ৪টে পর্যন্ত করার কথা বললেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কাপড়ের দোকান বাড়তি ১ ঘণ্টা খোলা রাখার কথা ভেবে ছাড় দেওয়া হয়েছে।
(বিস্তারিত আসছে)