‘বাংলা নিজের মেয়েকেই চায়’, জেলায় জেলায় স্লোগানের উদ্বোধন

‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এ মাসের ২০ তারিখে তৃনমূল কংগ্রেসের নতুন স্লোগান প্রকাশ করেছে তৃণমূল। সেই পরিপেক্ষিতে রবিবার তৃণমূল কংগ্রেসের রথবাড়ি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালদা জেলায় এই স্লোগানের উদ্বোধন করলেন জেলা সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। তার নির্দেশ অনুযায়ী সোমবার সকাল অন্যান্য ব্লক গুলির সাথে হবিবপুর ব্লকের তৃণমূলের কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র তার আইহো প্রধান কার্যলয়ে বাংলা নিজের মেয়েকেই চায়, স্লোগানের বুথ স্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃনমুল কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র বলেন, রাজ্যেজুড়ে যে ভাবে উন্নয়ন কাজ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা মূখ্যমন্ত্রী তাই আবার বাংলায় নিজের মেয়েকে চাই।এদিন উপস্থিত ছিলেন হবিবপুর ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র, হবিবপুর বিধান সভার কোঅডিনেটার অমল কিস্কু, তৃণমূল কংগ্রেসের আদিবাসী জেলা সভাপতি চুনিয়া মূর্মূ সহ তৃনমুল কংগ্রেসের কর্মীরা। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জেও এদিন বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে এই স্লোগান নিয়ে তৃণমূলের পরিকল্পনা জানান রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি লক্ষমোহন রায়। সঙ্গে ছিলেন রাজগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় সহ এলাকার তৃণমূল নেতাকর্মীরা।