ব্যক্তিগত উদ্যোগে ভদ্রেশ্বর শিবমন্দিরে শেড তৈরি করবেন কৃষ্ণ দাস

জলপাইগুড়ি: রাজগঞ্জের ঐতিহ্যবাহী ভদ্রেশ্বর শিব মন্দিরের সামনে নতুন শেড তৈরীর শিলান্যাস করলেন তৃণমূল কংগ্রেস এসসি-এসটি-ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। ৬০ ফুট লম্বা এবং ৪০ ফুট চওড়া এই শেড ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলবেন বলে জানান কৃষ্ণবাবু। তিনি বলেন, শতাব্দীপ্রাচীন এই শিব মন্দির এলাকার মানুষের ভাবাবেগ জড়িয়ে রয়েছে। সে কারণে এই মন্দিরের সামনে বাইরে থেকে আসা পুণ্যার্থীদের জন্য তিনি একটি শেড নির্মাণ করে দেবেন। কৃষ্ণ বাবু জানান এই শেড নির্মাণে যত টাকা ব্যায় সেটা তিনি ব্যায় করবেন। কৃষ্ণবাবু বলেন, ভবিষ্যতে এই মন্দির এবং মেলার উন্নয়নের জন্য তিনি চেষ্টা করে যাবেন। উল্লেখ্য জলপাইগুড়ির প্রাচীন শিবমন্দির মেলাগুলির মধ্যে অন্যতম ভদ্রেশ্বর শিবমন্দির ও মেলা। শিব চতুর্দশীর সময় তিন দিন ধরে এই স্থানে মেলা বসে। জলপাইগুড়ি জেলার বাইরে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলা থেকেও পুণ্যার্থীরা। পূণ্যার্থীদের মধ্যে অনেকে রাত্রিযাপন করেন। বর্তমানে মন্দিরের সামনে যে শেড রয়েছে সেখানে পুণর্থীদের জায়গা সংকুলান হয় না। মন্দির ও মেলা কমিটির কোষাধক্ষ্য ধ্রুব ঝাঁ বলেন, মেলার উন্নয়নের জন্য কৃষ্ণ বাবু এগিয়ে আসায় তারা আনন্দিত। তিনি বলেন তারা কৃষ্ণ বাবুর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন। ভবিষ্যতে মন্দির এবং মেলার উন্নয়নে কৃষ্ণবাবু আরও সাহায্য করবেন বলে তিনি আশা প্রকাশ। শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস এসসি এসটি ওবিসি সেলের ব্লক সভাপতি জাকির হোসেন উপদেষ্টা বিধান রায়, তৃণমূল কংগ্রেসের সহকারি সভাপতি পূর্ণ চন্দ্র রায়, মেলা কমিটির সভাপতি হরেশ পাল প্রমুখ।