রাজগঞ্জে ফের দুর্ঘটনা! বাইক-ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর আহত যুবক

রাজগঞ্জে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ওপর ফের দুর্ঘটনা! বাইক এবং সুইফ্ট গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে রাজগঞ্জের বন্ধুনগর এলাকায়। একই জায়গায় বারংবার দুর্ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এর আগেও বন্ধুনগর মোড়ে একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রাণবিয়োগের ঘটনাও কম নয়।

জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ির দিক থেকে আসা একটি সুইফ্ট কার গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। বাইকে ছিলেন যুবক ও একটি বাচ্চা মেয়ে। জলপাইগুড়ির দিক থেকে দ্রুতগতিতে গাড়িটি আসছিল বলে অভিযোগ। সেসময় বাইক ঘোরাচ্ছিলেন যুবক। বর্তমানে যুবকের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে, তার নাম চয়না রায়; বাড়ি মাঝিয়ালি অঞ্চলের মাহানভিটা এলাকায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে আহত ব্যক্তিকে।

About The Author