সাইকেল চালিয়ে লাদাখে ঘুরে এলেন দুই বন্ধু, সাধারণ সাইকেল নিয়েই মানালি থেকে ৫০০ কিমি পথ পেরিয়ে লাদাখে পৌঁছায় রাজগঞ্জের কলেজ পড়ুয়া আনিস আকতার। তার কলকাতার বন্ধু অভিককে সঙ্গে নিয়ে লাদাখে পৌঁছায়।
জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বাদলাগছ গ্রামের যুবক আনিস, গত ২৮ জুলাই বাড়ির সাধারণ সাইকেল নিয়েই লাদাখের পথে বেরিয়ে পড়েন। তার এক বন্ধু অভিক চট্টোপাধায়কে সঙ্গে নিয়ে ২১ আগস্ট ১৪ দিনের সাইকেল যাত্রা শেষে লাদাখের খারদুংলা পৌঁছান দুই বন্ধু।
আনিস জানায়, মানালি থেকে প্রায় ৫০০ কিলোমিটার সাইকেল চালিয়ে লাদাখের খারদুংলা পৌঁছান। শরীর ফিট রাখতে সাইকেল চালানোর বার্তা দিতে তার এই ভ্রমণ বলে জানিয়েছেন।