‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে আবারও আলোচনায় উঠে এলেন বাংলাদেশের হিরো আলম। শনিবার সেই গানটি হিরো আলম নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন।
গানের ভিডিও প্রকাশের পরই কমেন্ট বক্সে বেশির ভাগই নেতিবাচ মন্তব্য উঠে এসেছে। গানটি শুনে অনেকেই হিরো আলমকে ট্রল করতে শুরু করেছেন। কমেন্ট বক্সে কেউ লিখছেন, এই গান শুনলে অসুস্থ রোগিরা ও সুস্থ হইয়া যাইবো। একজন আবার লিখেছেন, বাংলাদেশের বেস্ট গায়ক হিরো আলম। যে সব গান গাইতে পারে।
গানটিতে প্রথম অন্তরা গাওয়ার পর পরে বাংলাদেশর বিখ্যাত গান, তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া- গানের প্রথম অন্তরাও গেয়েছেন হিরো আলম। শ্রীলঙ্কার র্যাপার ইয়োহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই ভাইরাল গান গেয়েই আবারও ভাইরাল হওয়ার চেষ্টা করেছেন হিরো আলম, এমনটাই মনে করছেন নেটিজেনরা।