এবার রাজ্যের সরকারি এবং বেসরকারি হাসপাতালকে ৫০ শতাংশ টিকা দেওয়ার ঘোষণা করল কোভ্যাক্সিন প্রস্তুতাকারী সংস্থা ভারত বায়োটেক। ডোজপিছু ৬০০ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। অন্যদিকে বেসরকারি হাসপাতালকে প্রতি ডোজের জন্য ১,২০০ টাকা খরচ করতে হবে। শনিবার সংস্থার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ডোজপ্রতি ১৫০ টাকায় কেন্দ্রীয় সরকারকে করোনা টিকা দেওয়া হচ্ছে। এবার কেন্দ্রকে ৫০ শতাংশের বেশি টিকা সরবরাহ করা হবে। বাকি টিকা রাজ্য সরকার, বেসরকারি হাসপাতালে বিক্রি করা হবে। রফতানি করা হবে বিদেশেও।
রাজ্য সরকারকে ডোজপিছু ৬০০ টাকা কোভ্যাক্সিন বিক্রি করবে ভারত বায়োটেক। রাজ্য সরকারের দ্বিগুণ দামে বেসরকারি হাসপাতালগুলিকে কোভ্যাক্সিন কিনতে হবে। একইসঙ্গে বিবৃতিতে ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৭৮ শতাংশ কার্যকারিতার প্রমাণ মিলেছে। আর গুরুতর অসুস্থতার বিরুদ্ধে ১০০ শতাংশ কার্যকারিতা প্রমাণ পাওয়া গিয়েছে। কমেছে হাসপাতালে ভরতির সম্ভাবনা।
Bharat Biotech – COVAXIN® Announcement pic.twitter.com/cKvmFPfKlr
— BharatBiotech (@BharatBiotech) April 24, 2021