১.১ কোটি টাকায় রাস্তা মেরামতের কাজ, শিলান্যাস করলেন বিধায়ক

রাজগঞ্জ: রাজগঞ্জ বিধানসভা এলাকার মান্তাদারি অঞ্চলের বোদাগঞ্জ থেকে মিলনপল্লী অবধি প্রায় ১৩ কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল হয়ে পড়েছিল। জলপাইগুড়ি জেলা পরিষদের অর্থানুকুল্যে সেই রাস্তা মেরামতের কাজ শুরু হচ্ছে। এর জন্য জলপাইগুড়ি জেলা পরিষদের তরফে ১ কোটি ১০ লক্ষ বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার সবুজ ফিতে কেটে কাজ শুরু করালেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন। কাজের শিলান্যাস করলেন বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, প্রধান দীপক বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য হরিপদ রায়, ধনেশ বর্মন এবং ধরণী রায় সহ তৃণমূলের নেতাকর্মীরা। কাজ শুরু হওয়ায় খুশি ওই এলাকার বাসিন্দারা।

About The Author