লোকাল ট্রেন চালু হচ্ছে শীঘ্রই, ইঙ্গিত সাংসদের

জলপাইগুড়ি: শহরের টাউন স্টেশন থেকে লোকাল ট্রেন চালু হচ্ছে শীঘ্রই। ইঙ্গিত দিলেন সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়। লকডাউন শুরু হতেই লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সেজন্য এলাকার বিভিন্ন ধরনের ছোট-বড় ব‍্যবসায়ীরা চরম সমস্যায় রয়েছেন। আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিনযাপন করতে হচ্ছে তাদের। দীর্ঘ ৯ মাস নিউ জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি-হলদিবাড়ী লোকালট্রেন বন্ধ রয়েছে। যার ফলে বাইরের কোনও যাত্রী এই এলাকায় আসতে পারছেন না। ছোট-বড় ব‍্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। মিষ্টির দোকান থেকে শুরু করে ছোট পানের দোকান মালিকদেরও জীবিকা চালাতে কষ্ট হচ্ছে। রিক্সা-টোটো চালকদের ভাড়ার অভাবে অসুবিধায় পড়তে হচ্ছে। তাদের আবেদন, লোকাল ট্রেন চলাচল তাড়াতাড়ি শুরু করা হোক। এই বিষয়ে জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় বলেন, ‘লোকাল ট্রেন চলাচলের বিষয়ে রেল দপ্তরের সঙ্গে কথা হয়েছে। হয়তো খুব তাড়াতাড়ি খুলেও যাবে।’

About The Author