নীরজ নামের যিনিই গাড়ি নিয়ে ওই পেট্রোল পাম্পে তেল নিতে আসবেন, তাঁকে বিনামূল্যে ৫০১ টাকার পেট্রোল দেওয়া হবে।
অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়াকে অভিনব কায়দায় সম্মান জানাচ্ছে গুজরাতের একটি পেট্রোল পাম্প। ভরুচ জেলার এই পেট্রোল পাম্পে গেলেই নীরজ নামের সবাইকে বিনামূল্যে ৫০১ টাকার পেট্রোল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
সোমবার থেকে শুরু হয়েছে, বুধবার পর্যন্ত চলবে এই বিশেষ ছাড়। খবর জানাজানি হতেই নীরজ নামের প্রচুর মানুষ তাঁদের গাড়ি, বাইক নিয়ে চলে এসেছেন এই পেট্রোল পাম্পে। সেখানে নিজের নামের সরকারি পরিচয় পত্র দেখিয়ে এই সুযোগের লাভ নিচ্ছেন মানুষ।
পেট্রোল পাম্পের মালিক আয়ুব পাঠান সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, ‘নীরজ দেশের জন্য যা করেছেন, তা ভারতবাসী হিসেবে গৌরবের। তাঁকে সম্মান জানাতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ছাড় চলবে।’