২৭ কোটি টাকার উড়ালপুলের উদ্বোধন রাজগঞ্জে

জলপাইগুড়ি: রাজগঞ্জের বিন্নাগুড়ি অঞ্চলে গজলডোবা-ফুলবাড়ি ক্যানাল রোডের ওপর রেল ওভারব্রিজের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে ২ তারিখে উদ্বোধন করার কথা থাকলেও সূত্র মারফত জানা গিয়েছে ১ ফেব্রুয়ারিতেই উদ্বোধন হবে সেতুটির। সব ঠিক থাকলে সোমবার দুপুর ২টায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে ওভারব্রিজটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা গিয়েছে, সেতুটি প্রায় ৮৭০ মিটার লম্বা। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে আনুমানিক ২৭ কোটি টাকা। আগামী ২ ফেব্রুয়ারি ফালাকাটায় সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে তিস্তা নদীর ওপর জয়ী সেতু, সিতাই শিঙ্গিমারি নদীর ওপর কামেশ্বরী সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সেদিনই রাজগঞ্জের এই ওভারব্রিজটির উদ্বোধনের কথা ছিল। ১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে উদ্বোধন হতে পারে গজলডোবা-ফুলবাড়ি ক্যানাল রোডে আরওবিটির। বিধানসভা ভোটের আগেই একাধিক প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী।

About The Author