মহিলা শ্রমিকদের কাজ থেকে বের করে দেওয়ার অভিযোগে বিক্ষোভ

রাজগঞ্জ: মহিলা শ্রমিকদের কাজ থেকে বের করে দেওয়ার অভিযোগে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন চা কারখানার অন্য শ্রমিকেরা। এর জেরে বন্ধ হয়ে গেল রাজগঞ্জের কুকুরজানে ম্যাগটি কারখানা। ওই মহিলাদের অভিযোগ, বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ ১৭ জন মহিলা শ্রমিককে কাজে আসতে নিষেধ করে। তাঁরা জানান, প্রায় ১৩ বছর থেকে ওই কারখানায় কাজ করছেন। ওই চা কারখানায় স্থায়ী ও অস্থায়ী মিলে প্রায় ৬৫ জন শ্রমিক কাজ করেন। কিন্তু এদিন কাজে আসার পর মহিলা শ্রমিকদের কাজে রাখা হবে না বলে জানিয়ে দেন কারখানার ম্যানেজার। অভিযোগ, মালিকপক্ষ বাইরে থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছেন। অথচ স্থানীয় মহিলা শ্রমিকদের বের করে দেওয়া হচ্ছে। সবাইকে কাজে বহাল রাখার দাবিতে একজোট হয়েছেন তাঁরা।

টিডিপিডব্লুইউ-এর রাজগঞ্জ ব্রাঞ্চ কমিটির সভাপতি মোশারফ হোসেন বলেন, কারখানায় এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যাতে মহিলা শ্রমিকদের বের করে দিতে হবে। মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে ওই শ্রমিকদের বের করেছে। বিষয়টি জেলার ডেপুটি লেবার কমিশনারকে জানানো হবে। এ ব্যাপারে কারখানার ম্যানেজার দীপঙ্কর মজুমদার বলেন, ‘কারখানায় কাচা পাতার জোগান কম হলে কিছু শ্রমিককে কয়েক দিনের জন্য বসিয়ে দেওয়া হয়। তাই মহিলাদের কয়েক দিন কাজে আসতে নিষেধ করা হয়েছে। কিন্তু অন্য শ্রমিকেরা কাজ না করায় প্রচুর পাতা নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।’

https://www.facebook.com/RNFNewsOfficial/videos/3232390993508325/