সন্তানের পিতৃত্বের দাবিতে বিজেপি নেতার বাড়ির সামনে ধর্না মহিলার

ধূপগুড়ি: ফের ধর্না ধুপগুড়িতে। ধূপগুড়ি ব্লকের পশ্চিম দুরামারি এলাকায় সুব্রত মন্ডল নামের জনৈক বিজেপি নেতার বাড়ির সামনে এক বিবাহিত মহিলা তাঁর সন্তানের পিতৃত্ব পরিচয়সহ বিয়ের দাবি নিয়ে ধর্নায় বসেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও স্থানীয় বিজেপি নেতা বরুণ চন্দ্র সরকার বলেন, ওই নেতাকে মাস দুয়েক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে দল I ধর্নায় বসা মহিলার অভিযোগ, বিজেপি নেতা সুব্রত মন্ডলের সঙ্গে দীর্ঘ ৮ বছর ধরে গভীর সম্পর্ক তৈরি হয়। বিয়ের প্রস্তাব দিলে তা খারিজ করে দেন অভিযুক্ত। তারপরও তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। মহিলার দাবি, সেই সন্তানের বাবা সুব্রত মন্ডলই। বর্তমানে বিয়ে করতে বললে তিনি অস্বীকার করেন তাই আজ ধর্নায় বসেছেন। আর সেই সুযোগ বুঝে বাড়ি থেকে চম্পট দিয়েছে ওই বিজেপি নেতা। তিনি আরও জানান, তাঁর ১২ বছর আগে বিয়ে হলেও প্রথম পক্ষে কোনও সন্তান না হয়নি। তা জেনেই সম্পর্কে জড়ায় ওই নেতা। তিনি বলেন, তাঁর মেয়ের প্রকৃত বাবা অভিযুক্ত বিজেপি নেতা সুব্রত মন্ডলই। স্বামীর পরামর্শ নিয়েই তিনি ধর্নায় বসেছেন। তবে অভিযুক্ত বিজেপি নেতা বাড়িতে না থাকার কারণে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার দাদা গৌতম মন্ডল নিজের মুখেই বলেন তার ভাই বিজেপি দলের সঙ্গে যুক্ত। কেউ চক্রান্ত করে তার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছেন। পাশাপাশি এই মহিলা মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে বলে তার দাদার দাবি I অন্যদিকে ধুপগুড়িতে একের পর এক ধর্ণার ঘটনায় অস্বস্তিতে এবং ক্ষোভ প্রকাশ করলেন ধুপগুড়িবাসী I তাঁদের বক্তব্য ধর্ণা কি শেষ সমাধান I এভাবে সমাজে একটা অস্বস্তি তৈরী হয়েছে এই ধর্না নিয়ে I