বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভে সামিল হবেন গ্রামীণ সম্পদ কর্মীরা

কানকি: বেতন বৃদ্ধি সহ নানা দাবি নিয়ে আগামী ৭ অক্টোবর বিক্ষোভ কর্মসূচি পালন করতে চলেছেন গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের সদস্যেরা। এই নিয়েই সংগঠনের উত্তর দিনাজপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হল কানকি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে। এই সভার মূল উদ্দেশ্যই ছিল, আগামী ৭ অক্টোবর জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচির রূপরেখা তৈরি করা। রবিবার এই সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সভাপতি গৌতম দাস ও নূর আলম, সম্পাদক বিষটু সাহা, জেলা মুখপাত্রের প্রতিনিধি তথা রাজ্য কমিটির সদস্য সাব্বির আলম, রাজ্য কমিটির সদস্য রব্বুল বক্ত, ক্যাশিয়ার সুদর্শন রায় সহ জেলা ও ব্লক কমিটির নেতৃত্বরা। তাঁরা জানান, গ্রামীন সম্পদ কর্মীরা বর্তমানে দৈনিক ১৭৫ টাকা বেতন হিসেবে কাজ করছেন। বেতন বৃদ্ধি সহ নানা দাবি নিয়ে আবেদন করা হলেও কাজ হয়নি। তাই বিক্ষোভে সামিল হবে গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন।

About The Author