শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার অন্তর্গত মুরালিগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম কিছুদিন আগেই শিক্ষারত্ন পুরস্কার পেয়েছিলেন। পুরস্কার মূল্যের বেশ কিছুটা অর্থই দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য খরচ করলেন। বিভিন্ন উপহার তুলে দেন তাদের হাতে। এর পাশাপাশি ঘোষপুকুর এলাকার কৃষক পরিবারের ছেলেমেয়েদের পুজোর জন্য নতুন বস্ত্র তুলে দেন। শিক্ষক শামসুল আলম জানান, শিক্ষারত্নের পাশাপাশি পুরস্কার স্বরূপ তিনি ২৫ হাজার টাকা পেয়েছিলেন। সোমবার ওই অর্থ থেকেই বস্ত্রসামগ্রী কিনে ওঁদের হাতে তুলে দিয়েছেন তিনি। বাকি অর্থ প্রাক্তন ছাত্রের চিকিৎসার জন্য দেবেন তিনি। তিনি বলেন, পুরস্কার মূল্যের টাকা ভালো কাজে লেগেছে, তাই তিনি খুশি। এই কাজের জন্য বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সামসুল আলমকে সন্মানও জানানো হল এদিন। ওয়েলফেয়ার প্রধান বাপন দাস বলেন, ‘শিক্ষক সামসুল আলম আমাদের উত্তরবঙ্গের গর্ব। তাঁর মানবিক কাজ সম্প্রীতির বার্তা দিল।’ এই কাজের সঙ্গে ছিলেন তপন পাল, টুম্পা সরকার, সিতম পাল, নিরঞ্জন বিশ্বাস, রেখা সিংহ, চন্দন বর্মন ও মিন্টু দাস প্রমুখ সমাজসেবকেরা।