রাজ্যে টানা ৮দিন ছুটি বাতিল পুলিশের! রামনবমীর আগে বড় নির্দেশ

রামনবমীতে এবারেও অশান্তির আশঙ্কা করছে রাজ্য সরকার। তাই, ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত টানা ৮ দিন, কোনও ছুটি পাবেন না পুলিশ কর্মীরা।


কলকাতা: মনবমীর আবহে পুলিশ কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ দিল নবান্ন। ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল অবধি পুলিশ কর্মীরা কোনও ছুটি পাবেন না। এই নির্দেশিকা দেখে সরব বিরোধীরা।

নবান্নের আশঙ্কা, বিগত কয়েক বছরের যা পরিস্থিতি, তাতে এবারেও অশান্তি পাকানোর আশঙ্কা করছে সরকার থেকে শুরু করে বিভিন্ন মহল। আর সেজন্য পুলিশ কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত।

নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, ২ এপ্রিল থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত কোনও ছুটি পাবেন না পুলিশ কর্মীরা। চূড়ান্ত জরুরি পরিস্থিতি ছাড়া রাজ্যের আইজিপি, সিপি, ডিআইজি, জেলার পুলিশ সুপার, আরপি এবং বিশেষ বাহিনীর আধিকারিকদের ওই নির্দিষ্ট সময়ে ছুটি মঞ্জুর করা যাবে না।

রামনবমীতে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা নিয়ে আগেই সতর্ক করে দিয়েছে রাজ্যের পুলিশ। এ নিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম ও অতিরিক্ত ডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, ‘আগামী দিনে কিছু মানুষ হিংসা ছড়ানোর চেষ্টা করছে বলে আমরা গোয়েন্দা সুত্রে তথ্য পেয়েছি। রামনবমী উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হতে পারে।’

About The Author