ভিক্ষুক বেশে ‘ছেলেধরা!’ বাড়ির সামনে থেকে শিশুকে টেনে নিয়ে গেল চার অচেনা মহিলা

মালদা: বাড়ির সামনে খেলা করছিল ছোট্ট শিশু। এলাকায় ভিক্ষে করতে এসে ওই তিন বছরের বাচ্চাকে চুরি করে নিয়ে গেল চার অচেনা মহিলা। তাঁদের কোলেও আরও দুটি বাচ্চা ছিল, সেগুলি যে কার কে জানে? প্রায় এক সপ্তাহ হতে চলল, ছেলের এখনও কোনও খোঁজ নেই। সিসিটিভির এই ফুটেজ দেখে ছেলের আশঙ্কায় বার বার জ্ঞান হারাচ্ছেন মা। মালদার কালিয়াচকের শেরশাহিতে চাঞ্চল্যকর ঘটনা।

ঈদের খুশিতে বাপের বাড়ি বেড়াতে এসেছিল মা-ছেলে। মামার বাড়ির সামনেই তিন বছরের ছেলে আফান খেলা করছিল। আফানের বাবার বক্তব্য, এলাকার একটি দোকানের দিকে এগিয়ে গিয়েছিল ছেলে। আর তখনই চার অচেনা মহিলা এলাকায় আসে ভিক্ষা করতে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সেই অচেনা অজানা ভিক্ষুক মহিলারাই বাচ্চার হাত ধরে নিয়ে গেছে শিশুটিকে। মহিলাদের সঙ্গেও দুটি শিশু আগে থেকেই ছিল। সেই মহিলারা কোথা থেকে এসেছিল এখনো জানা যায়নি। রাস্তায় খেলতে থাকা তিন বছরের আফানকে সঙ্গে করে নিয়ে গেল তারা।

সেই ঘটনার পর প্রায় এক সপ্তাহ হতে চলল, এখনও কোনও খোঁজ মেলেনি শিশুটির। কালিয়াচক থানায় লিখিত নিখোঁজ অভিযোগ জানিয়েছেন শিশুর পরিবারের লোকজন। ছেলের শোকে মুর্চ্ছা‌ যাচ্ছেন মা। হাত জোড় করে সাহায্য চাইছেন ছেলের খোঁজ পেতে। এই ঘটনায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ ও পুরো ঘটনাটি তদন্ত করে দেখছেন কালিয়াচক থানার পুলিশ।

About The Author