লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা, রাজ্যে একদিনেই আক্রান্ত ১৭৩৩

কলকাতা: মাত্র ২১ দিনে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড বৃদ্ধি। যা বারবার ভাবাচ্ছে রাজ্যবাসীকে। করোনার সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে চিকিৎসক মহলেও। ৩ এপ্রিলের তথ্য অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭৩৩। দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, রাজ্যেও করোনার এই হাইজাম্পও চিন্তার ভাঁজ আরও স্পষ্ট করছে রাজ্যবাসীর কপালে।

রাজ্যের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ২৬ হাজার ১১৪ জনের। যার মধ্যে করোনার পজিটিভ রিপোর্ট এসেছে ১ হাজার ৭৩৩ জনের। রাজ্যে ২ এপ্রিল পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৮৯ হাজার ৯২২। ৩ এপ্রিলের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৮ হাজার ৮৪৪।

রাজ্যে বাড়ছে করোনায় মৃত্যুর সংখ্যাও। করোনা সংক্রমণের বৃদ্ধির কারণে ওয়াকিবহাল মহলের একাংশ অবশ্য দায়ী করছেন রাজনৈতিক মিটিং-মিছিল-প্রচারকে। কারণ ভোটবঙ্গে দেদার চলছে রাজনৈতিক সভা। উত্তর থেকে দক্ষিণ চষে বেড়াচ্ছেন রাজনীতিকরা। একুশের ভোট পাখির চোখ করে রাজ্যে নাগাড়ে আসছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। মিটিং-মিছিলের উপচে পড়া ভিড়ে অনেকের মুখে থাকছে না মাস্ক, শিকেয় উঠছে সামাজিক দূরত্ব। তাই কার্যত অনুকূল পরিস্থিতি পেয়েই নিজের করাল থাবা স্পষ্ট করছে মারণ ভাইরাস। এমনটাই মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

About The Author